সব্যসাচী পণ্ডা
------------------------
কবে করেছিলাম
শেষবার বাজার?
বোধহয় সেই সবকিছু
বন্ধের আগের দিন।
কবে করেছিলাম আদর, শেষবার?
মানব বন্ধনের দিন।
তারপর কতদিন পরে
আবার হাতে রাখছি হাত।
অন্ধত্বের ক্লান্তিটুকুও
গেছে ঘুচে
হায় স্পর্শ!আমাদের
উদাসীন সংসারে এসেছো অবশেষে
অলস মাখানো
নিস্পৃহ হৃদয় সরোবরে।
এরপর ক্রমশ
অন্ধকার গাঢ় হলে
অন্ধ দুচোখ শুধু
জানে
এই নিরতিশয়
কান্নার মানে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন