অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

আপ্তবাক্য


উত্তম চৌধুরী

==========

রাখি দিন আপ্তবাক্যে মুড়ে।

মাথার ভেতরে শুধু ঘোরে

করোনা, মুখোশ, অন্তরিন।

 

সঙ্গীন এ সময়ের পাড়ে

হাহাকার ক্লান্ত চোখে খোঁজে 

একটু আলোর ক্ষীণ দিশা।

 

তামাশা দেখেছে এই দেশ

লেশমাত্র কাণ্ডজ্ঞান নেই।

হাততালি, বাহবা কুড়িয়ে

নামিয়ে এনেছে সড়কেই।

 

 

 

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন