অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কে তুমি


সুস্মিতা চাকী

==========================

কে তুমি আমার নিঃশ্বাসে যাহার শ্বাস,

আমার অস্তিত্বে যাহার বাস।

কে তুমি আমার হৃদয়ে যাহার বিচরন,

আমার স্বপ্নে যাহার আগমন।

কে তুমি আমার বিশ্বাসে যাহার পান,

আমার আত্মায় যাহার স্থান।

কে তুমি আমাকে করেছ দিশেহারা,

তবে কি হব তোমার ধ্রুবতারা।

কে তুমি আমার স্মৃতিতে যাহার ছন্দ,

হৃদয়ে মাতুক সবুজ গন্ধ।

কে তুমি শুধু যাহারে ভালোবাসি,

ছায়ার মতো চিরদিনই পাশে আছি।

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন