অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

অন্তর্জাল


শর্মিষ্ঠা ঘোষ

========

ওরা ফিরে গেছে কাজে
মাইল মাইল হেঁটে বাড়ি ফিরেছিল
কত প্রাণ ঝরে গেছে বিদেশ বিভূঁই
মাটি কাদা অশ্রু মাখামাখি
কোন লেখাপড়া নেই দাম নেই মুচলেকা নেই
যেন কেউ ছিলই না আপনার লোক
আমাদের বন্দি শিবির
জন নেই লোক নেই উৎসব হীন
ঘরে ঘরে ভরে আছে মহামারী ভয়
একা লোক একা হতে হতে সত্যিই দ্বীপ
বিদায় জানাতেও কত যে গোপন
যেন কোন অপরাধী সমাজের ক্ষত
আর কত জানা নেই আর কত দিন
ভূতগ্রস্ত জীবনের কথা অমলিন
নীল খোলা আকাশ আর সবুজের কাছে
বালিপথে জল ডাক দূরের আবেশে
কেউ কেউ ভাগ্যবান ফিরে যাবে ফের
ততদিন প্রাণে বাঁধ প্রাণ ততদিন দেখা হোক অন্তর্জালে

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন