অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

বাজিমাত




বৈশালী গাঙ্গুলী

=============

তিনি কালের উর্ধ্বে বিরাজিত মহাকাল,
তাল ছন্দে নাচে পৃথিবী- ত্রিভুবন, ত্রিতাল।
জন্ম আর মৃত্যুর মাঝে বিকল সময়,
ক্রমে ভাগ হয়ে যাচ্ছে অতীতের সংশয়।

যোগে জঙ্গল পোড়ে, নদীতে আগুন জ্বেলে যায়,
দরজা খুলে দেখো- অন্ধ সব রোদ্দুর চশমায়।
একের পর এক গুনের মোড়কে নৌকো সাজাও-
তুষার গলানো প্রস্রবণে কুম্ভমেলা সাজিয়ে দাও।

বিয়োগে বিবেক শুকনো- বকুল কাঠ,
জিলিপির প্যাঁচে ক্লান্ত দুঃস্থ রাস্তাঘাট।
শূন্য বিশ্বাস গৃহস্থালি- আঁচড়ে জখমী রাত,
বেশ আছি সবাই- তিন বানরের বাজিমাত।

1 টি মন্তব্য: