বিবেকানন্দ মণ্ডল
=============
কে শেখালো মুখের বুলি
কে শেখালো মা ?
তুমিই আমার আদি গুরু
প্রথম শিক্ষিকা।
তোমার হাতেই বর্ণ শেখা
হাত ঘুরিয়ে লেখা।
কে শেখালো মমতার পাঠ
শিয়রে বসে একা ?
তোমার গুনে গুন আর যোগ
নতুন স্বপ্ন আশা ।
এক দুই তিন তারা গোনা
খাতায় অঙ্ক কষা।
তুমিই মা গো শিখিয়ে দিলে
দুখের মাঝেও হাসা,
হিংসা গুলো বিয়োগ করে
ভাগ করা ভালোবাসা।
কার আঙুলে ভর দিয়ে মা
এক-পা দু-পা হাটা ?
আমার জানার দ্বার খোলাতে
প্রথম ফিতে কাটা ?
তুমিই মা গো বন্ধু গুরু
তুমিই জীবন দাতা ।
তোমার পায়েই সবার আগে
করছি নত মাথা।
আকাশ বাতাস গাছ চেনালে
প্রাণ চেনালে মা ।
তুমিই আমার আদি গুরু
তুমিই সেরা শিক্ষিকা ।
অসংখ্য ধন্যবাদ । পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি ।
উত্তরমুছুন