অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

বলতে কথা মানা


অমিতাভ মীর

=============

নিজের ঘরে আগুন জ্বেলে খাচ্ছে আলু পোড়া,

ঢালছে পানি আগার 'পরে গাছের কেটে গোড়া।

ভণ্ডরা যে একই সুরে গায় হুক্কা হুয়া,

ভণ্ডামিতে মাতছে যারা জিতছে বাজি জুয়া।

 

মিথ্যা যারা বলছে বেশী সবাই তারা সেরা,

সত্য বাণে কাঁপন ধরে বর্ম দিয়ে ঘেরা।

বলছে যারা সত্য কথা ওদের তেড়ে ধরে,

লুটের কথা বলছে যারা শত্রু হয়ে মরে।

 

অবাক চোখে দেখছি সবে লুটপাটের ধারা,

সবাক হলে আসছে ধেয়ে আইন ভাঙা ধারা।

আমার দেশ লুটবে ওরা বলতে কথা মানা,

খুললে মুখ পেয়াদা এসে ধরবে টুঁটি জানা।

 

কেমন আমি স্বাধীন দেখ কোথায় করি বাস,

আমার বুকে পা তুলে ওরা লুটছে বারো মাস! 

শ্মশান কেন সোনার বাংলা জবাব আছে জানা,

লুটছে কারা দেশের পুঁজি সে কথা বলা মানা।

 

সহনশীল হলেই দেখি আটকে আসে দম,

যে ভাবে হোক রুখতে হবে দেশের ওরা যম।

দেশের ভালো চাইতে গিয়ে গলায় লাগে ফাঁস,

স্বার্থ নিয়ে ঘুরছে যারা করছে সুখে বাস!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন