অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
আতঙ্ক
সুধাংশুরঞ্জন সাহা
==============
আমার নিজের ছায়াতেই করোনা আতঙ্ক ।
হাতের আঙ্গুল, ঠোঁট, নাক অবিশ্বাসী আজ ।
আলো সরে যাওয়া চোখের সিলেবাসে
জ্বর, সর্দিকাশি,ক্যালপল, ভিটামিন সি,ডি
নার্সিংহোম, ডাক্তার নার্সের অপ্রিয় কথায়
প্রতিদিন আক্রান্তের নানা অংকে কেঁপে উঠি !
কর্মচ্যুত, অনাহার, অর্ধাহারে থাকা মানুষের
সংখ্যা রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রমেই
লগডাউনে লগডাউনে মানুষ আজ বিব্রত ।
চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার !
কোথাও আলোর বিন্দুমাত্র রেখা নেই
হাসপাতালে জায়গা নেই, মানুষের টাকা নেই ।
কোথাও কোন ভরসা নেই, ভালোবাসা নেই।
হাহাকারে ডুবে যাচ্ছে প্রতিটি মুহূর্ত।
এর ভেতরেই কিছু আমলকী ও কাঁচা হলুদ,
তুলসী পাওয়ার,গোল মরিচ,আদা, উষ্ণ জল
মানুষকে কিছুটা বাঁচার রসদ জুগিয়ে চলেছে।
প্রতিটি ঘরই আজ ছোট ছোট যুদ্ধক্ষেত্র,
যুদ্ধ আজ ঘরে ও বাইরে, মনে ও শরীরে ।
এ যুদ্ধ থামার কোনই লক্ষণ নেই ।
উষ্ণায়ন আজ কিছুটা কমলো কিনা !
বরফগলা সত্যিই কিছুটা হ্রাস পেল কিনা !
এসব খবর কেউ রাখেই না ।
অথচ এই সকল খবরেই আছে
এই রোগের উত্থান এবং পতনের সূত্র।
পৃথিবীর আয়ু এবং ধ্বংসের নিদান।
আমাদের বেঁচে থাকা না-থাকার মূলমন্ত্র ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন