অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

সময় চক্রের সাময়িকী


সুনন্দ মন্ডল
=========


নদীর জল বাষ্প হয়,

ওপরে উঠে ঘনীভূত হয়

মেঘ হয়ে ভেসে বেড়ায়!

সময়ের রীতি মেনে নেমে আসে বৃষ্টি হয়ে।



প্রকৃতি শান্ত হয়

পৃথিবী শীতল হয়

সমগ্র প্রাণীজগতে স্বস্তি ফিরে আসে।



সময় চক্রের সাময়িকীতে জলচক্র অথবা ঋতুচক্রের আবর্তন দেখা যায়।
মানুষ হয়েও জীবন অতিবাহিত করতে মেনে নিতে হয় সময়ের অন্তিম বিনিদ্র প্রণয়।
শিশু, যৌবন আর বার্ধক্যের মেলবন্ধন, ক্রীড়াময় জগতের বাষ্পেদন প্রক্রিয়া!
সময় চক্রের সাময়িকী সংস্করণ ফুটে ওঠে প্রতি পরতে।


ভুল আর ঠিকের দ্বন্দ্বে নিজের চরিত্র উজ্জ্বল ও দৈর্ঘ্যে লম্বা করে মেলে ধরা
আসলে প্রসাদের থালায় নিমিত্ত মাত্র একটি কলা।
একমাত্র সেই-ই লম্বা ও কোমল হয়ে নিজেকে গঠন করে!

 

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন