অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

দান

সুদীপ ঘোষাল

 =============

#এক#

- এই যে বাবা, একটু এদিকে এস বাবা

- যাই

একজন বৃদ্ধ জানলা থেকে লকডাউনের সময় প্রধানকে ডাকছেন।

তিনি শশব্যস্ত হয়ে কাছে এসে বললেন, বলুন আপনার কি উপকার করতে পারি?

বৃদ্ধ বললেন, আমার প্রয়োজন হলে বলব। কিন্তু এই পেনশনের ক'টাকা আমি সরকারি ত্রাণ তহবিলে দেব। এটা নাও বাবা। আমার শেষ সম্বল। 

তিনি  টাকাটা নিলেন।

টাকাটা রেখে তিনি বৃদ্ধকে নমস্কার করলেন।বললেন, মানুষের পাশে থেকে সকলে একসাথে কাজ করব।    

বিকেলের সূর্য তখন প্রায় বিদায়ের পথে... 

 

#দুই#

ওই বৃদ্ধ আজ আইসোলেশনে। তিনি করোনা পজিটিভ হয়ে মরে গেলেন হাসপাতালে । লাশ নিয়ে যাওয়ার কেউ নেই। শেষে শ্মশানে গেল বিরাজুলের মুসলিম বন্ধুবান্ধব। বৃদ্ধের গলায় পৈতে ছিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন