বিষ্ণুপদ ব্যানার্জী
=========
তুলে ধরতে হবে,
ওদের মনে সাহিত্যের ভাবনা,
ভাবতে শিখাতে হবে,
মন থেকে গুন গুন করাতে হবে,
ছাপ ফেলতে হবে,
রবীন্দ্রনাথ কে?
বোঝাতে হবে আমাদের রক্তে,
আছে বিপ্লবীদের রক্ত,
কত লক্ষ লক্ষ বিপ্লবীদের বংশধর আমরা,
ত্যাগে - সেবায় - বুদ্ধিতে
যাঁরা ছিলেন শ্রেষ্ঠ,
কেন আজ আমরা দিগভ্রান্ত!
ওদের ফিরে আসতে হবে,
হয়েছে যারা বিপদের অভিমুখী,
মনে রাখতে হবে ওরা ভাই আমাদের,
যদি ওরা হয় দিগভ্রান্ত,
আমরা হব না শান্ত।
সাহিত্যই পারে,
ওদের ফিরিয়ে আনতে,
সাহিত্যের রস ঢালো ওদের মনে,
চলার দিগ ঠিক করে।
শুনাও ওদের গান,
পড়তে দাও কবিতা,
অভিনয় করাও নাটক - যাত্রা,
ওরা আসবে ফিরে,
কথা বল ওদের সাথে,
বোঝার চেষ্টা কর ওদের ব্যাথা।
উপহার হিসাবে তুলে দাও
ভালো বই ওদের,
পড়ার অভ্যাস তৈরি করতে বল,
ওরা ফিরতে বাধ্য,
বল ভালো মানুষের অভাব,
এ সমাজে,
তোরা ফিরে আয়,
মানুষ হ।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন