হীরক বন্দ্যোপাধ্যায়
===========================
ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে আমার
আজ সব মানুষের আগে সফলতা বিফলতা
সে অনেক ইতিহাস, কাব্যপাঠ সেমিনার সেরে
মেহের আলি ঠিকই বলছে, চাবকে সোজা করো
করোনা করোনা করে হেদিয়ে মরছে
করতে হবে করতে হবে বলে আওয়াজ তুলছে
এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে তো বাড়ছেই
মৃত্যুর সংখ্যা... কেউ কেউ ঝাঁপি করে দিচ্ছে
হা হা হা হা হা হা হা....
মরিয়াও মরে নাই
বা: বেশ তো সব স্নায়ু খুলে খুলে
এখানে একটা অট্টহাসি... ছাগলকে দিয়ে চাষ করাতে গিয়ে আমার যে কি হাল ...
দৈববাণী হচ্ছে ঘন্টায় ঘন্টায়...
দাদা বলেছেন এর কোনো ভ্যাকসিন নেই
ওষুধ একমাত্র লকডাউন, কোয়ারেন্টাইন
হাত ধুতে ধুতে রেখাটেখা উঠে অমিতাভ হয়ে গেছে আর এ ওকে সে তাকে বলছে কয়েক সভ্যতা আমরা বিশ্রাম নিইনি, আহা এখন শুধু নিরবচ্ছিন্ন বিশ্রাম আর এদিকে হটস্পট ক্লাস্টার
কত কি নাম পি.পি.ই উঠে আসছে
সোনার হরিণ বলছে, এতো এতো ভেন্টিলেটর
আমি পাবো কোথায়?
শুধু আমার জীবনের নানাবিধ দৌড়নো থেকে জেনেছি, য পলায়তি স জীবতি ...
কিন্তু বাবা এখানে পালাবে কোথায়
আর এ তো আজকের কথা নয়
আমি না চাইলেও ঠিক একশ বছর বাদে বাদে
এরকম হয়, এরকম হবে
উন্মাদনায় চলাচল করবে মহামারী...
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন