সঞ্চিতা পোদ্দার
=========
সাদা ফতুয়ার মত চোখদুটি
যেন প্রেতের বাদামী বর্ণ মেখেছে।
এই তো সেদিন একই দোষের পিছু তাড়া করেছিল,
কি হল শেষে?
কি-ই বা হল?
ঘি এর গন্ধে জমে উঠেছিল আড্ডার আসর।
জ্যোত্স্নাভিসারের বুকে ছায়ার অহং.....
আহা!কি রমণীয় ভাব......
জানো হিমালয় পর্বত আজও ধরা দিল না।
কারণ সেও জানে......এই উচ্ছ্বাস একদিন নুয়ে পড়বে।
আমি অপেক্ষায়।
গন্ডির আড়ালে প্রথম মুচকি হাসবে,
আমার শিশু বাদামী গাছ।
কেনো জানবে না?
তোমাকে মাটি শুকবে,আর
বাসন্তী তোমার থেকে মুক্তো কুড়োবে।
হঠাত্-ই মুছে যাবে সমস্ত মিশরীয় ইতিহাস।
তুমি আর ছায়া হয়েও হাত বুলাবে না কৈশর শহরের গা'য়।
হাজার বার কোলাকুলি করলেও তোমার শরীর মৃতই।
কেননা ক্ষুধার্ত শরীর তোমার অতীতের ঠোঁটে বাঁশি বাজিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন