মানিক পন্ডিত
===========
আমাকে কিছু শব্দ ধার দিন
বিশ্বস রাখুন আপনার স্বাধীনতা নিয়ে কথা বলব না
কবিদের মতো বলব না-
“ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়…
সাকিনা বিবির কপাল ভাঙল
সিঁথির সিঁদুর গেল হরিদসীর…”
বলব না-
“ মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে
নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের…”
বলব না-
আমার দুখিনী বর্ণমলা,
শিক্ষিত বাঙালির প্রশাসনে কেন তোর অনাদর!
বরং গাইব কবর খোঁড়ার গান-
স্বাধীনতা শব্দটা শুয়ে থাকবে ওখানে
চির শান্তিতে,না ফেরার দেশে।
কাগজ কুড়ুনে ছেলেটা গারবেজের ডাঁই থেকে
কুড়োবে প্লাস্টিকের তেরঙ্গা পরম মমতায়,
চোর ভেবে তার এ স্বাধীনতা কেড়ে নিয়োনা
দোহাই…
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন