প্রশান্ত মাইতি
=============
নরম চোখের পাতায় ভোরের সুর
ছুঁয়ে যায় পল্লবিত পুষ্প শরীর
#
চৈতালি হেঁটে আসে বিকেল পথে
রোদ মেঘ ছুঁয়ে হৃদয় উঠোনে
# #
বিকেল গড়ায় বিছানো ঘাসের মাঠে
ফেলে আসা প্রেম মাথা ঠোকে
হারানোর অভিমানে বিষণ্ণতার দেওয়ালে
# # #
নেচে ওঠে দুপুর শ্রাবণ চৈতালির নরম তালুতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন