সোমা মন্ডল
=========
হিংস্র সময় এখন কুঁড়ে কুঁড়ে খায়।
সরলতা আজ ডুবেছে অতলতায়।
এখন আর চাঁদ ডাকে না কাছে আয়
এখন কালো বেড়াল দেখতে পায়।
হৃদয় আজ শূন্যতায় ভরে গেছে।
ঝড় আসে মনের গহন প্রদেশ মাঝে।
সরল মেয়েটি একাকী কাঁদে কোণে।
হৃদয় ভেঙেছে তবু ঝড় থামেনি মনে।
এখন ঘুমহীন চোখে বৃষ্টির প্রহর।
অন্ধকারে মেঘে ঢাকা গোটা শহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন