অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

পরিযায়ী


সূর্য মণ্ডল

==========

# ১ # 

সড়কের শেষ নেই 

            শুরুও নেই

 

প্রধানমন্ত্রী সড়ক থেকে রাজ্য সড়ক

         রাজ্য থেকে

                  জাতীয় 

                            জাতীয় থেকে

                                            আন্তর্জাতিক। 

 

আমরা শাখা নদীর মতো যে যেখানে পারি এসে মিশি সড়কে

আর ভাসতে ভাসতে ভেসে যায় বিষুবরেখায়।    

 

# ২ #

নন্দলালার মতো 

         পথেরও 

           অষ্টতর শতনাম 

 

বনপথ আলপথ গলিপথ থেকে মহাপ্রস্থানের পথ

প্রতিটি পথের মাঝে দাঁড়িয়ে থাকে মহাপুরুষেরা

থাকে ভুড়িওয়ালা ট্রাফিক পুলিশ

       দোয়েল 

              বুলবুলি

                    বুড়ো জলশিরিষ

 

এসব পথ ধরে বাড়ির উদ্যেশে হাঁটে পথিক

এবং তারা হাঁটতে হাঁটতে পড়ে নেয় মাইলস্টোনের আশ্বাস।

 

 

 

 

1 টি মন্তব্য:

  1. প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন