অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ফিরে দেখা


বিদিশা চক্রবর্তী
========

নতুন কোন জীবন পেলে
যাপন হবে পাহাড় কোলে,
পথের কোন বাঁকের ধারে..
জানি আবার দেখা হবে।

একদিন এক সকাল জুড়ে
মুষুলধারে বৃষ্টি হবে।
পথচলতি পথিক তুমি,
সামনে যেতে থমকে যাবে।

আঁখির পানে মিলবো দুজন
দেখবে তুমি আমার চোখে,
দেখবে আমি তোমার চোখে
সময় চাকার উল্টো স্রোতে।


এই জনমে সাধ ছিল খুব,
বরফ পড়ার সকাল যেদিন।
তুমি আমি খুব মুখোমুখি,
গভীর প্রেমে ডুববো সেদিন।

জানি আবার দেখা হবে..
নতুন কোন যাপন মাঝে।
তুমি তখন অন্য কারো
অন্য কোন উপন্যাসে।

তুমিও তখন হালকা হেসে
এগিয়ে যাবে নতুন সুখে,
আমিও তখন স্মিত হাসি..
চাইবো খানিক এগিয়ে যেতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন