অরুণ কুমার সরকার
==========
ইতিহাস দাঁড়িয়ে কাঁদে নীরবে নিভৃতে
জীর্ণ প্রাসাদের দীর্ঘশ্বাস বাতাসে ভাসে
অনাদর অবহেলা পেয়েছে সময়ের সাথে
ইট পাঁজরের নিদারুণ মর্মব্যথা কানে আসে।
জীর্ণ প্রাসাদের দীর্ঘশ্বাস বাতাসে ভাসে
বহুযুগের স্মৃতিচিহ্ন এখনও রয়েছে আঁকা
ইট পাঁজরের নিদারুণ মর্মব্যথা কানে আসে
পড়ে আছে ইতিহাস হৃদয় হয়েছে ফাঁকা।
বহুযুগের স্মৃতিচিহ্ন এখনও রয়েছে আঁকা
নিদারুণ সংগ্ৰামে বিনাশের সুর বেঁধেছিল বাসা
পড়ে আছে ইতিহাস হৃদয় হয়েছে ফাঁকা
রাজ শাসনে পেয়ে সমাদর বুকে ছিল বহু আশা।
নিদারুণ সংগ্ৰামে বিনাশের সুর বেঁধেছিল বাসা
ইট পাঁজরে রয়েছে ক্ষত হাজারো মর্মব্যথার সাথে
রাজ শাসনে পেয়ে সমাদর বুকে ছিল বহু আশা
ইতিহাস দাঁড়িয়ে কাঁদে নীরবে নিভৃতে।
প্রিয় কবি, প্রিয় শব্দসৈনিক , অন্যমনে সাহিত্য সময়ের ইতিবৃত্ত সংখ্যায় আপনাকে পেয়ে গর্বিত ও আশান্বিত । আমরা আপনাকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুন