অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় প্রদীপ

  

 

অভিসার
===============

কেন এলে বলো! বৈশাখের দহন দিনে,

বসন্তের শেষ বেলায় উত্তাপের আভাস,

আমি একাকী একান্ত নির্জনে তুমি বিনে,

সময় পেয়েছিলো গতিপথ,অখণ্ড অবকাশ।

ঝড়ের দাপটে যেমন প্রকৃতি স্তব্ধ হয়ে যায়,

তুমিও অবুঝ হয়ে আশ্লেষে জড়ালে আমায়,

কেন হঠাৎ ঝঞ্ঝাবাত আনা সাথে করে,

জড়িয়ে ধরে উষ্ণতার পরশ মাখি তোমার শরীরে।

আঁধার ঘনিয়ে এলেও দিন ফুরোয়নি তবু,

কোন অজ্ঞাত মায়ার বাঁধনে বেঁধে দিলে প্রভু।

গোপন অভিসারে ঝড়ের রাত কেটে যায়,

তারারা সাক্ষী থাকে আকাশ ঘুমায়।

 

এসো হে বৈশাখ!
===============



আমার কাছে নতুন বছর শুধু আসে যায়,

জীবনের প্রতিটি পাতায় সেই পুরনো রেশ,

কিইবা চাইবো বলো এই শেষ পড়ন্ত বেলায়,

হাতে গোনা কয়েকটি দিন তারপর সব শেষ।

নিজের সময় মতো বৈশাখ এসেছে দুয়ারে,

ঝড় জল বৃষ্টি নিয়ে যেমন আসে প্রতিবারে,

দুর্যোগের দিনে তোমায় কাছে টেনে আনি,

কানে কানে বলে যাই ভালবাসি কত খানি!

 

রঙ বদল
===============

যেওনা লক্ষ্মীটি ! বসন্তের রঙিন প্রভাত বেলায়,

মাত্র হাতে গোনা কয়েকটি দিন হারাবে হেলায়!

বসন্ত ফিরে যাবে ফিরে যাবে ঝড়া পাতার দিন,

কাছে এসো আরও কাছে প্রকৃতি হয়েছে রঙিন।

যেতে চাও! যেও,ক্লান্ত বিহঙ্গের মতো নীড়ে,

বসন্তের পরশ টুকু ধরা শিহরিত তোমার শরীরে।

সামান্য তুলির আঁচড়ে দিন বদল বসন্তের ডাকে,

কাঙ্খিত এই দিনে কি করে যেতে দিই তোমাকে?

আমরাও আজ ঝরা পাতা রিক্ত নিঃস্ব অসহায়,

পিছুপানে চেয়ে দেখি ছায়া ছায়া বসন্তের স্মৃতি,

রঙে রসে রাঙা উচ্ছ্বসিত তুমি ও প্রকৃতি,

তোমার হঠাৎ যাওয়া! আকাশ ভেঙে পড়ে কান্নায়।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন