অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় সোমা

 

 


।। ১ ।।
আবহাওয়া
==================

 

আবহাওয়া নই অথচ প্রতিদিন
একটু একটু করে বদলে যাচ্ছে
চামড়ার রং!
শিকড় ছড়িয়ে দিচ্ছে তার বিস্তার
গভীরে , আরো গভীরে!

আবহাওয়া নয় অথচ-
প্রায়শই আলো বদলে নেয় ঠিকানা,
তিরতির করে বয়ে যাওয়া নদীও
অহর্নিশ মাটি কেটে কেটে
বাড়িয়ে চলে তার সাম্রাজ্য , অথচ
আবহাওয়া নয়!

 


।। ২ ।।
অন্তরাল
==================

 

এ পথে জীবন তত দ্রুত নয়
যতটা দ্রুত হবার কথা ছিল।
এক দুই তিন.. অগুনতি শূন্যের ভারে
বুজে আসে চোখের পাতা!

ও পথে অশ্বের গতিতে
ছুটে আসে অহংকার,
নশ্বর দেহ নিয়ে-
ও-পথ এড়িয়ে চলি।।
ধার করা দেহ আগলে রাখতে রাখতে
একসময়, ভেঙে পড়ে অন্তরাল!


 



।। ৩ ।।
আরো গভীরে
==================

 

গভীরে আরো গভীরে যাও
আরো একটু..
চোখ বন্ধ করো,
নীচের দিকে তাকালে ভয় পাবে
উপরের দিকে তাকালে পাবে লজ্জা
অনুভব করো সুখ
এ- মুহূর্তে তুমি ই একমাত্র সুখী,
সমস্ত গ্রহ নক্ষত্র প্রজ্জ্বলিত ,
আলোর বন্যায় ভাসমান পৃথিবী।
তোমার অনুভবে শিহরণ
তোমার বন্ধ চোখের ভেতর এসে থামে
এক স্বর্ণরথ, তুমি অস্ফুটে বলে ওঠো -

শান্তি.... শান্তি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন