নববর্ষ
===========================
কবি চক্রবর্তী [ মৃণাল চক্রবর্তী ]
===========================
"বৈশাখের এ-ই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।
আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ "।।
চৈত্রের দহন জ্বালা বসন্তকে সন্ত্রস্ত করে তুলেছে। একটা চরম ঝড়। ভেঙে - দুমড়ে - মুচড়ে নানা উত্থান পতনে। খটখটে মাঠের বুক ফেঁড়ে পশ্চিমা বাতাস ছুটছে.... ছুটছে.... ছুটছে.....
ঠিক এমন এক চূড়ান্ত সময়ে..... ফুল কলি ফোটার ব্রাহ্ম মুহূর্তে দমকা হাওয়ার স্রোত ঝাপটা মারলে...... কবি তার স্পর্শ অনুভব করলেন। কেউ এসে নরম আঁচল বুলিয়ে দিল..... তার চোখে - মুখে। কানে কানে ফিসফিস করল..... আরও কেউ। বলল - উঠে পড়। আজ নববর্ষ।
খোলা জানালার গরাদ ধরে উঁকি দিয়ে বলছে সকালের নরম রোদ - একি! এখনো শুয়ে, ওঠো! আজ নববর্ষ!
ইতিমধ্যে চেনা সেই দোয়েল পাখিটা এসে বসেছে জানালায়। পিক-পাক, পিক-পাক শব্দে কিছু বলছে।
কান লাগিয়ে কবি শুনতে চাইল তার শব্দবন্ধ। তবে কি পাখিও বলছে - আজ নববর্ষ।
গ্রীষ্মের নতুন সকালে কোনো এক গাছের শাখায় বসে কোকিল গাইল - কুহু.... কুহু....
বিস্ময়ে কবি জানতে চায় - ওরে কোকিল, তুইও বলছিস আজ নববর্ষ!
একটা নেশা লাগা ঘোর সর্বাঙ্গে জড়িয়ে। ঘর ছেড়ে বাহিরে......
কোথাও বৈঠকি আড্ডা। কোথাও বা জলসা। বর্ণময় পোশাকে মানুষ সব কষ্ট দূরে সরিয়ে বর্ণিল।
তবু অবচেতন মন কেন মিইয়ে যায়। সেদিনের উজ্জ্বল নববর্ষ আজ কেন ক্রমান্বয়ে হারাচ্ছে তার রূপ - রস - ব্যঞ্জনা! হারাচ্ছে অস্তিত্ব। আমরা হারাচ্ছি আমাদের বিশ্বাস। স্বভাবতই ঘুরে ফিরে একটা প্রশ্ন উঠে আসছে, এখন নিউ ইয়ার নিয়ে যত মাতামাতি করি...... যত উন্মাদনা দেখাই, তার এক সিকিও কেন দেখি না নববর্ষে! তবে কি বাংলা ও বাঙালি তার ঐতিহ্য হারাতে বসেছে ?
এ কোন সময় ? যার কালো হাতের স্পর্শ আমাদের ভেতর থেকে কেড়ে নিচ্ছে সুন্দর মুহূর্ত এবং অনুভবগুলো। আসলে এগিয়ে চলার অহংকারে অন্ধ হয়ে পিছিয়ে পড়ছি কি? উৎসব আর জিজ্ঞাসার মাঝে ভেসে যেতে যেতে প্রত্যুষ সূর্য শৈশব- কৈশোর কাটিয়ে যুবক হয়। দহন বেলা চেটে খায় মৃদুল মাটির বুক। শুষ্ক হাহাকার ছড়ায় নিঃশ্বাস।
তখনই মেঘের চাদর ঢাকে নীলাকাশ। কৃষ্ণ মেঘের জমিতে আলপনা আঁকে বিদ্যুৎ তরঙ্গ। আসে ঝোড়ো হাওয়া। আসে কালবৈশাখ। একটা হই-হল্লা। বিবাদ বিসংবাদ। নামে অঝোর ধারা। ধারা ফিরে গেলে তখন সৃষ্টি সুখের উল্লাসে হাসে ঝলমল রোদ। মাটি হয় রজঃস্বলা।
সবুজ ছড়িয়ে প্রকৃতি বলে - আজ নববর্ষ। চল, নব আনন্দে জাগি।
নববর্ষ-র হাত ধরে বাংলা সংস্কৃতির যে উৎসব অনুষ্ঠানের শুরু..... তার শুভারম্ভ হালখাতায়.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন