মুছিয়ে দেয়============সবুজ পিঠকেঅনেকটাই পুরু করে নিয়েছেফাল্গুনের নতুন পাতারা ৷ওই পাতাদের পিঠ মাড়িয়ে হাঁটছেবৈশাখী সূর্যের জ্বলন্ত পা ৷দিনান্তের দিগন্ত রেখা থেকেজেগে ওঠা সাঁঝ ছায়া -পাতার কাছে এসে পৌঁছায়রাত হয়ে ,নিরুত্তাপ রাতের শীতল হাতমুছিয়ে দেয়পাতা গায়ের দগ্ধ দাগ ৷
খেলনা============খেলাবেলায় খেলতে -খেলতেইমা'কে বলতাম ,কবে কিনে দেবে -খেলনা পুকুর , খেলনা নদী ?মা বলত - বৈশাখে , আরপ্রতি বৈশাখেই ভুলে যেত ৷মা থাকলে -পুকুর -নদীর জল ফুরিয়েখেলনা হয়না যে !
পাহাড়ি শান্তিনিকেতন============বৈশাখের সুখা সমতল পার হলেই -উঁচু -নিচু পথ গিয়েছে - নীরব পাহাড়েরনির্জন ঠান্ডায় ৷পাহাড়ে দাঁড়িয়ে - বৈশাখ হারিয়ে যায় বৈশাখে ৷তবুও একবার মংপু পাহাড়ে পৌঁছালেই -অরণ্যে ছুঁয়ে আছে পাহাড়ের চুপ ইতিহাস,নতুন ছোঁয়ার শীত হাওয়া ,মেঘ জমা পাহাড়ের কাছ - দূরে ৷যেখানে চড়াই - উতরাই প্রস্তর তলেইখুঁজে পাওয়া বৈশাখ মাস , দেখা পাওয়া রবীন্দ্রনাথ ,রবীন্দ্রনাথের পাহাড়ি শান্তিনিকেতন ,পাহাড়ি শ্রদ্ধায় সাজানোপঁচিশে বৈশাখও ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন