অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় সিলভিয়া

 



আলাপন
============

যে আশালতার শুঁয়োপোকাগুলি গুটি পাকিয়ে

রেখেছিল রংবেরঙের স্বপ্নময় প্রজাপতি হবে বলে,আজ তারা চোখের তলায় বিনিদ্র রাতের কালি কিম্বা মাথার চুলের জটা ও উঁকুন হয়ে বসে আছে!


যে রূপকথারা ঠাকুমার ঝুলিতে নতুনভাবে কেশবতী রাজকন্যার জায়গা নেবে ঠিক করেছিল তারা এখন, ধূলোময়লায় স্নাত এক অজানা গল্পগাঁথার প্রলাপ ;


যে শুক্লাদ্বাদশীর চাঁদ একসময় সঙ্গীত হয়ে নেমে আসত সুমধুর কণ্ঠে, এখন তারা নির্দিষ্ট পথ নির্দেশক ছাড়া তেমন কিছুই নয়!


যে জোছনার প্রতিটি ধাপে ধাপে নির্মাণ হতো মায়ময় অভিসার এখন তারা রেল স্টেশনের বেঞ্চে কিম্বা মাটিতে প্রতীক্ষীয়মান পাগলীর আলাপন! প্রতীক্ষা একটি অসুখের নাম মাত্র!


গজল
============

কোন কোন দিন গোধূলির আলোমাখা

আকাশ দূরত্বে দাঁড়িয়ে, মেঘপিওনের কাছে

প্রিজমের মতো স্বচ্ছ বৃষ্টি ফোঁটায় ভেজা

চেনা সুগন্ধীমাখা একখানি গজলের

অপেক্ষায় থাকি, যাতে লেখা থাকে যেন ' মোরা সাইয়া মোসে বোলে না / ম্যায় লাখ যতন কর হারি..'



দেখতে দেখতে আকাশ লাল হয়ে ওঠে!

আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই

লুকিয়ে পড়ি নিজের গুপ্ত আস্তানায়। চোখ

বন্ধ করে ভাবি; সেদিন ফুলপিসিমার বাড়ির ছাদ

কিম্বা মালতীবালা স্কুলে তো আমি ছিলাম না!

তবু জোনাকীর ডাকবাক্সে সেদিন চিঠি ছিল সুগন্ধী.. 'আজ যানে কি জিদ্ মাত করো...'

 






1 টি মন্তব্য: