অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় পাভেল

 


ভালোবাসার আহ্বান
==============

মেঘ হয়ে বৃষ্টির বর্ষণে

তোমাকে সিক্ত করবো,

অনুভূতির তুরীয় শিহরণে

জাগ্রত এক চরম কামনার স্পৃহা

চুইয়ে পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটায়

তোমাকে অনুভবে লেপটে থেকে-

দিশেহারা নতুন জীবনের আকাঙ্ক্ষায়

মননের কোঠায় জমানো চর্যাপদ;

আজ সীমানার গণ্ডি ছাড়িয়ে

মুক্ত বিহঙ্গের মেজাজে মেলে ধরেছে

জীবনের নিবেদিত চেতনার ছড়ানো ডালপালা,

সবেতেই জুড়ে দিয়েছি

ব্যক্ত ভালোবাসার উদাত্ত আহ্বান!

অপাপ হৃদয়ের স্পন্দনে

খুঁজেছি তোমার অকুণ্ঠ নৈকট্যের ছাপ

দুর্বার মগ্নতার বিভোরে পড়ে আছি

কাঙ্খিত মিলনের সংযোগ সোপানে-

যেখানে সদা প্রতিভাত

ভালোলাগার অবিরাম জারণ বিজারণ

হয়তো বা সহজ-সরল সাবলীলতায়

অপূরণ অনেক কিছুই,

নিস্তব্ধতার ঘেরাটোপেই গড়ে তুলেছি

মননের মিলন বাসনার শাদ্বল

তৃষিত সাগরে ক্রমশ ভাসমান

ভালোবাসার অনাবিল স্নিগ্ধ মেদুরতা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন