অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

অণুগল্পে প্রতীক

  



ট্রেনে
====================


ট্রেনে জানলার কাছে বসে ঢুলুনিটা কি শর্তহীন! ফোনটা কোন ফাঁকে হাত থেকে পড়ে গেছে।পাশে অন্য এক যাত্রীর গায়ে ঢলে পড়লে সেই যাত্রী আপত্তি জানালে ঘুমটা ভাঙে।ঘুমের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কোনো উত্তেজক কিছু না দেখে নিজের পরিবারকে দেখে সে।একটা বড় বাড়িতে সবাই।।বাড়ির চারদিকে বাগান।বাগানের পরে জঙ্গল গিয়ে মিশেছে দিগন্তে পাহাড়ে।অন্যদিকে একটু দুরে সমুদ্রের গর্জন ভেসে আসছে।ঘুম ভাঙলে স্বপ্নটাও ভেঙে যায়। একটা ভয় চেপে ধরে।এমনিতে স্বপ্নের সাথে ভাগ্য ইত্যাদির কোনো নিবীড় সম্পর্ক ও না মানলেও ছেলে, বউএর প্রসঙ্গে কেমন যেন ধর্মভীরু হয়ে যায়।ওর মনে পড়ে যায় ওর এক বন্ধু বলেছিল এমন স্বপ্ন যা সম্পূর্ণতার ইঙ্গিত দেয় সেটা দেখা মানে জীবনে আর কিছু যেহেতু পাওয়ার নেই তার মানে জীবনে সমাপ্তি একদম নিকটে।সেটাকে বেশ কায়দা করে বন্ধুটা ব্যাখাও করেছিল।সেটা আর ওর মনে নেই।ওর খালি মনে হচ্ছে এর চেয়ে উত্তেজক কোনো কিছু স্বপ্নে দেখলেই ভালো ছিল।সেটারই অণুপ্রেরণা নেওয়ার জন্য ও ফোনটাকে চালাতে যায়।কিন্তু সজোরে হাত থেকে পড়েছে বলে ফোনটাও চট করে চালু হতে চায় না। তারপর ওর মাথায় এই চিন্তা আসে ছেলে বা বউএর যদি কেউ ওকে এখন ফোন করে?পাবে না তো?ও তখন শুধু আর ঢুলুনিটাকেই নয়, জানলার ধারে বসাটাকেও দুষতে থাকে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন