অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় অঙ্কন

  


সময়ের শেষে
============

জীবন অঙ্ক শেষ সময় ...,

ভাগের শেষে

উত্তর হাসে

চেয়েও পায়নি কাছে- আমার, তোমার ?

স্বপ্নে আসে

ইতিহাস কাশে

গুণিতক-এ গেছে বেড়ে, -- নেবে কেড়ে !

আমার বলে

আঁকড়ে কোলে

সময়ের শেষে

মিলাতে বসে

রয়েছে অবশেষ !

শেষ হয়েও হয়নি শেষ

অংশীদার মিলাতে বসে-- অঙ্ক কষে,

জেনেও— সে

কিছুই দেবে না শেষে,

শুরু আর শেষ মিলে যাবে !

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন