অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

অণুগল্পে অভিষেক

  

 

পীলার নাইফ
================


বিকেলে দিগন্তে গড়িয়ে পড়া লাল বলের মতো সূর্যটার দিকে চাইলেও এখন একটা শরীর অসাড় করে দেওয়া, ঘন রক্তের বিভীষিকাই চোখে পড়ে রণদীপের । আজকাল যেন মনে হয়, পৃথিবীর সমস্ত সুন্দরের খোসা ছাড়িয়ে নিচ্ছে একটা বিরাট আকারের পীলার নাইফ । আর সেটা যে হাতটায় ধরা ছিল, স্বপ্নে-জাগরণে সর্বত্র, সবসময় সেই হাতটাকে ইদানিং দেখতে পাচ্ছে রণদীপ । একটা অনন্ত পতনশীল হাত !



অথচ এমন তো হওয়ার কথা ছিল না ! এই যে কয়েক টুকরো শিহরণ জাগানো স্মৃতি-ছাল, অনর্গল তার মনের দেয়াল থেকে ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছে একখানা সবুজ বাঁট-ওয়ালা পীলার নাইফ... এমনটা হওয়ার কথা ছিল না । দু-দুবার বারণ করলেও পারমিতা শোনে নি ওর কথা, তর্জনী তুলে শাসিয়েছে বারবার । ওকে ক্রমাগত ব্ল্যাকমেইল করে গেছে । 
তাই বাধ্য হয়ে... হ্যাঁ.. বাধ্য হয়েই সেদিন ছাদের নিচু পাঁচিলটা থেকে ধাক্কা দিয়ে... । সেদিন কীভাবে যেন পারমিতার পড়ন্ত শরীরটা একপাক ঘুরে গেল আর উপর থেকে মুখ বাড়িয়ে ভয়ার্ত রণদীপ শুধু দেখতে পেয়েছিল পীলার নাইফ-ধরা হাতটা নীচে নেমে যাচ্ছে দ্রুত, তারপর একটা লাল বিস্ফোরণ । ওই পীলার নাইফ-ধরা ফরসা হাতটাই সেদিন ওকে থ্রেট দিচ্ছিল বারবার । মরিয়া রণদীপ সেদিন বাঁচার চেষ্টা করেছিল । কিন্তু এখন এই অনন্ত তর্জন থেকে কীভাবে মুক্তি পাবে রণদীপ ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন