অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

অণুগল্পে দেবাশিস

  



খামারবাড়ির গল্প
=======================


পকাইদা তার খামারবাড়িটাকে মিস্ত্রি লাগিয়ে হোটেল বানিয়ে ফেলল। চাষাবাদ হবে। গেস্ট এলে টু পাইস রোজগারও হবে।

ফেসবুকে খবরটা রটিয়ে দিতেই এক নবদম্পতি কলকাতা থেকে গাড়ি হাঁকিয়ে হাজির। আমুদে দম্পতি। সারাদিন খামারে ঘুরে বেড়াচ্ছে। কেত মারছে। ফটো তুলছে। 'নীল পাখিটাকে পাখিটাকে ধরে দাও না' করছে। নতুন বউ একটু নেকুই হয়।

যাওয়ার দিন বউটা বিধ্বংসী হয়ে উঠল।

- ওই দেখ কী সুন্দর কচি কচি ঢেঁড়স! আমি ঢেঁড়স নেবোওও।

বেশ কিছু ঢেঁড়স পটাপট তুলে গাড়িতে চালান করে দিল।

- ওমা কী সুন্দর কচি কচি পটল! কলকাতায় এই পটল পাওয়াই যায় না। আমি নেবোওওও।

বেশ কিছু পটল পটাপট তুলে গাড়িতে চালান করে দিল।

এভাবে লাউ, কুমড়ো, কাঁচালঙ্কা সবই ইচ্ছেমতো তুলল আর গাড়িতে আপলোড করল। কিছুই নাকি কলকাতায় পাওয়া যায় না।

শেষে শালগাছের চারা কটাও টেনে তুলল।

- আমি ব্যালকনিতে শালগাছ লাগাবোওওও। ঝিরঝির করে শালফুল পড়বেএএএ।



পকাইদা মাথাটা খানিক চুলকে বলল- ম্যাডাম দার্জিলিং গেছেন নাকি কখনও?

- উমম। কেন বলুন তো? - বলছি হিমালয় পর্বতটা ওখানে আছে, না গাড়িতে তুলে নিয়েছেন?






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন