এসো হে বৈশাখ==================এসো হে বোশেখ প্রাণের সখাবাঙালীর প্রতি ঘরে।এসো হে নতুন চিন্তাবিপ্লবহরিনামের সুরে সুরে।বাংলা মায়ের আলতা পায়েপড়নে সূতীর শাড়ি।লাল টিপ, শাঁখা-পলা সহএক অনন্য নারী।তুলসীমঞ্চে সন্ধ্যা প্রদীপগোলাভরা সব ধান।চিরসবুজ এই ছবিটা যেনআমার তোমার প্রাণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন