অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় সৌমিত্র

  

  




রিক্ত প্রবীণ পথ
=========

বারুদের বিষে দগ্ধ

মৃত মানবের সংগ্রহশালা

দেখেছে শতাব্দ


পাংশুল হাড় বাতাস পোড়ায়

বুকে হাঁটে মুখ

সাথে নিয়ে স্খলিত পরম আয়ু


এই সেই পথ রিক্ত, প্রবীণ

সৌরবিহীন হারমোনিকায়

বদলে যাওয়া দিন


থেমে থাকে জল

প্রবাহের দিক পিছু নেয় দূর থেকে

বিষমদে ডুবে হতাহত কাকোদর

বিদ্রোহবিষ আসল দ্রাক্ষারসে

আমি আছি সাথে, সাড়া দেয় ছায়াপথ

কপট, নির্বিকার..


পৃথিবীর পরিচয়
=========
বিনাশ ই হবে নয়তো কেন কীট

আজ অন্তিম ক্ষোভে

এই পৃথিবী এই তার পরিচয়

স্থিতধি দুঃখের মহাকাল

আবৃত

পচনশীল মহকুমায়

খ্যাতিমান উন্নত চন্দ্রমৌলির

খোঁজ নেই সার্বভৌমে

পীড়িত শ্বাপদ লালসায়

জমায়েত করে

ভুলে যাওয়া ত্রিকাল

থমকে যাওয়া অস্মিতা

নাগরদোলায় ঘোরে

অনুচ্চারে

পুড়েছে পঞ্চবটি

লম্পট নিঃশ্বাসের কালকূটে..

 

পালকের চরাচর
=========
আবেগের নামে ভূভাগের কাটাকুটি

নিম্নচাপের আগেই পুড়েছে ভূমি

জন্ম দিয়েছে গন্ধ মনের মত

নিক্তিতে মাপা সিক্ত দারুচিনি

পুড়ে যেতে যেতে জন্ম তিরন্দাজ

শবরের শরে পালিত শাক্ত ব্রত

সোনালি ধুলোয় উড়ছে শনশন

তুমি দেখো প্রেম আমি কলুষের ক্ষত

বুকের গভীরে ভীরুতার মেঘজল

শান্ত কবরে ঝরেছে দু'চার ফোঁটা

গ্রহানুপুঞ্জে জমেছে বিরল শ্বাস

খর্ব হয়েছে গর্বের রূদ্ধতা

দুঃখ যত এনেছে ঝাপসা পাহাড়

দুঃখ সে বিনয়ের উপহার

তোমার আমার বুকের তীব্রতায়

তরল কুয়াশা পালকের চরাচর।


অহমিকা
=========

আগাম জানিয়ে রাখি

পদাতিক নই আমি তির্যকগতির

অশ্বারোহী মেঘ, নক্ষত্রগামী

ঝড়ের সাথে আমার পত্রমিতালি

ধাবমান কম্পাঙ্কের চেয়ে দ্রুতগামী

দু'বাহুর নিচে জন্নত

বাজের চোখে ধরা

আমি প্রগতির উচ্চতা মাপি

আকাশের জমাট বাঁধা মেঘ

মুখ তুলে চায়

আমার অহমিকায়

আমি অস্তমিত সূর্যের

উন্নততর ছবি আঁকি..

 

প্রবাহ
=========
শাখা নদী ছিল মজেছে মরা পাঁকে

অনাবাদে স্বজনহারা

তবু চেতনায় মিশে আছে জল

সে ছিল বরফজল, স্বাধীনচেতা

শরীর ছেড়েছে পথ

নক্ষত্র তাকিয়ে কবে মত বদলায়

খুঁজেছে মোহনা

সাথে নিয়ে বন্ধ্যা পাথর

মৌন বিষাদ স্রোত

আবেগের মন্থর তুষার

রাতেরপ্রবাহ

বিরহী দিনের সাথে মিশবে কোথায়..

 

 

 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন