রিক্ত প্রবীণ পথ=========বারুদের বিষে দগ্ধমৃত মানবের সংগ্রহশালাদেখেছে শতাব্দপাংশুল হাড় বাতাস পোড়ায়বুকে হাঁটে মুখসাথে নিয়ে স্খলিত পরম আয়ুএই সেই পথ রিক্ত, প্রবীণসৌরবিহীন হারমোনিকায়বদলে যাওয়া দিনথেমে থাকে জলপ্রবাহের দিক পিছু নেয় দূর থেকেবিষমদে ডুবে হতাহত কাকোদরবিদ্রোহবিষ আসল দ্রাক্ষারসেআমি আছি সাথে, সাড়া দেয় ছায়াপথকপট, নির্বিকার..
পৃথিবীর পরিচয়=========বিনাশ ই হবে নয়তো কেন কীটআজ অন্তিম ক্ষোভেএই পৃথিবী এই তার পরিচয়স্থিতধি দুঃখের মহাকালআবৃতপচনশীল মহকুমায়খ্যাতিমান উন্নত চন্দ্রমৌলিরখোঁজ নেই সার্বভৌমেপীড়িত শ্বাপদ লালসায়জমায়েত করেভুলে যাওয়া ত্রিকালথমকে যাওয়া অস্মিতানাগরদোলায় ঘোরেঅনুচ্চারেপুড়েছে পঞ্চবটিলম্পট নিঃশ্বাসের কালকূটে..
পালকের চরাচর=========আবেগের নামে ভূভাগের কাটাকুটিনিম্নচাপের আগেই পুড়েছে ভূমিজন্ম দিয়েছে গন্ধ মনের মতনিক্তিতে মাপা সিক্ত দারুচিনিপুড়ে যেতে যেতে জন্ম তিরন্দাজশবরের শরে পালিত শাক্ত ব্রতসোনালি ধুলোয় উড়ছে শনশনতুমি দেখো প্রেম আমি কলুষের ক্ষতবুকের গভীরে ভীরুতার মেঘজলশান্ত কবরে ঝরেছে দু'চার ফোঁটাগ্রহানুপুঞ্জে জমেছে বিরল শ্বাসখর্ব হয়েছে গর্বের রূদ্ধতাদুঃখ যত এনেছে ঝাপসা পাহাড়দুঃখ সে বিনয়ের উপহারতোমার আমার বুকের তীব্রতায়তরল কুয়াশা পালকের চরাচর।
অহমিকা=========আগাম জানিয়ে রাখিপদাতিক নই আমি তির্যকগতিরঅশ্বারোহী মেঘ, নক্ষত্রগামীঝড়ের সাথে আমার পত্রমিতালিধাবমান কম্পাঙ্কের চেয়ে দ্রুতগামীদু'বাহুর নিচে জন্নতবাজের চোখে ধরাআমি প্রগতির উচ্চতা মাপিআকাশের জমাট বাঁধা মেঘমুখ তুলে চায়আমার অহমিকায়আমি অস্তমিত সূর্যেরউন্নততর ছবি আঁকি..
প্রবাহ=========শাখা নদী ছিল মজেছে মরা পাঁকেঅনাবাদে স্বজনহারাতবু চেতনায় মিশে আছে জলসে ছিল বরফজল, স্বাধীনচেতাশরীর ছেড়েছে পথনক্ষত্র তাকিয়ে কবে মত বদলায়খুঁজেছে মোহনাসাথে নিয়ে বন্ধ্যা পাথরমৌন বিষাদ স্রোতআবেগের মন্থর তুষাররাতেরপ্রবাহবিরহী দিনের সাথে মিশবে কোথায়..

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন