প্রভাতী==========ভোর হয়ে আসছে ওই বইছে মৃদুমন্দ পূবেলা বাতাসএখনও আঁধার কাটেনিতো সকাশ হয়নি পূর্ণ বিকাশ।রিক্ত যা কিছু সিক্ত হোক আসুক নেমে নব প্রভাতজীর্ণ দীর্ণ ভেদে উন্মুক্ত আলোয় ঘুচুক যত অপঘাত।দিগন্ত ছেয়ে আছে নিস্তব্ধতায়, কোথাও বা ঝিল্লি রবেসারমেয়কূল বিষম কোলাহলে মাতে কোন উৎসবে?জাগে নিশি তপস্যারত অম্বর ছুঁয়ে করে প্রণামআদি অন্তহীন মহিমান্বিত তোমারই গাই নামগান।বিগত দিন সমাগত পিছে সরে যায় সমূহ পিছুটানকাক কোকিলের কাকলি শোনায় নতুনের আহ্বান।এসেছে বৈশাখ, নূতন কলেবরে যেন সেজে ওঠাআনন্দগানে ভেসে আসে নূতন আলোর ছটা।নিত্যদিনের মতো নতুন কিরণে ধৌত হোক ধরণীনতুন আশায় বুক ভরা শ্বাস সুখ ছুঁয়ে যায় ঘরণী।স্নিগ্ধ সমীরণে লতাবিতানে শুনি নতুন কলির শিসপ্রভাতী আলোয় মুগ্ধতা নিয়ে আসে তোমার আশীষ।
বৈশাখ==========বৈশাখী ভোর নির্মল বাতাস, পাখির কলতান..স্নিগ্ধ সূর্যালোক স্বচ্ছ আকাশ সুললিত স্নান।উগ্র মধ্যাহ্ন সাজ দিব্য আলো গেরুয়া বসনে..ধ্যানমগ্ন সন্ন্যাসী বসেছে যেন ধরার আসনে।কখনো ধূসর আকাশ হতে সজোরে বৃষ্টি নামে..ঘনঘোর মেঘ ছেয়ে অঝোরে ডাইনে ও বামে।তান্ডবে মাতোয়ারা প্রচন্ড কালবৈশাখী ঝড়ধূলো ওড়া পথ , ভাঙে গাছপালা, ভাঙে ঘর।সবুজ মায়ায় ঘেরা ফুলের স্নিগ্ধ সৌরভে ভরপুরআকন্দ ঘেঁটুফুল বনময়, টলটলে গ্রাম্য পুকুর।কুসুমকলি খেলে জলকেলি নতুন পাতায় ঘেঁষেগুন্ গুন্ গায় অলি, নৃত্য শেখায় প্রজাপতি এসে।মৃদুল হাওয়ায় দোলে বাঁশগাছ, দুপুর নিঃঝুমপশলা বৃষ্টি সোদামাটি গন্ধ, আম কুড়োনোর ধূম।কুন্দ বেলী জুঁই টগর করবী জবা মাধবীলতাবৈশাখ জুড়ে মনভোলানো লিলিফুলের সখ্যতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন