অভিশাপ===============অভিশাপ নিয়ে বেঁচে আছি প্রিয় কবি। জলাধারে পৌঁছতেই দেখি অবলিলায় পাওয়া যাচ্ছে লাল হলুদের বোঝাপড়া, অপেক্ষার অভিমান, দাঁড়িয়ে থাকা মোনালিসার ছবি।কী জানি কী হত !নীল জলে স্নিগ্ধতা এলে লিওনার্দোর তুলিতে অজস্র আলাপ আলো দিয়ে যেত ।তবে নতুন কেন এত ভীত ?যাদের জীবনে জ্যোৎস্না খোলে না কোনও দিন,কালো চাদরের তলে ভুবন বিস্তার,নীলনদে জোয়ার এলে তারাও অগ্রগতির পথে পরাধীন।সবই সময়ের অপেক্ষা।আমি শুধু অভিধান দেখিশব্দের গভীরে তলিয়ে যাইশব্দেরা আমাকে বলে--- এ কী!নবীবদের এগিয়ে আসতে বলওরাই তো সম্বল।অবলুপ্ত জ্যোৎস্নাকে একদিন বয়ে নিয়ে আসবে এই নবীনআবির্ভূত হবে নতুন অক্ষরউঠোনের গোলাও ভরে উঠবে একেকটা শব্দেসাক্ষী--- আকাশ-জমিন।শুধু অভিশাপটুকু থাক আমার ওপর।
খোলা চিঠি===============পৃথিবীর পাতায় একি নিয়তির লেখা,তুচ্ছ কারনে ভেসে যায় প্রিয় তরিবিষাদের ঘর ঘুরে-ফিরে শুধু দেখা।ফিরিঙ্গি এসেছে ফাগুন ছেটাতে রাতে,আতংকে গৃহবন্দীরা ক্ষইছে অকপটহৃদয়স্পর্শ অনুভব করে করে,জীবন যুদ্ধের ছায়াগুলো খোলে জট ।কেউতো এ কথা স্বীকার করেনি আগেঅহেতুক অহমিকা রাখা ছিল ঐ চীনে,তোলপাড় ঝড়ে উদ্ধত সব গন্ধএকেকটি নাম লিখছে মৃত্যুদিনে।আর কত মৃত্যু দেখব এই দিনেভালোবাসার এই নিবিড় আলিঙ্গনেনোভেল কখনও এসেছিল এই পথেশবদেহগুলি ফেলতে ডাস্টবিনে।ওঁরা জেগে থাকে কবিতার শরীরেবিশ্বাসের বুকে ভর করা সব কবিযদি বেঁচে থাকি মরুপ্রান্তরে একাভেসে যাবে না তো অশ্রু জলের ছবি ?
তোর সাথে আড়ি===============কাস্পিয়ান হ্রদের জলোচ্ছাসবৃষ্টিরেখা হয়ে জলছবি আঁকেতোর আদুল শরীরে ।ভিক্টোরিয়া নিয়াঞ্জা তুইতরঙ্গাভিঘাতে তনিমা সেজেঘায়েল করছিস সহস্র মুখোষ্ণ হৃদয় ।মিশিগানে বাউন্ডুলে তুইজটায়ুর মতো আদ্যন্ত তুলকালাম তুলেছিস সাহারার বুকেআজশুন্যতার শরীরে শিশির লেপনেএত জেহাদ ?তোর সাথে আড়ি ।
অভিমান===============মল্লিকা বনে সুবোধ তো কম খেলেনি ?কত স্মৃতি বুনি ...সবটাই যা-তা, চিরকুটের অভিনেতা ।বিদ্যাধরী পাড় ভাঙে। সুনীলও তাইভাঙনের খেলায় মেতে উঠেছে সবাই।এই ভাঙনের খেলায় কত মুক্তি পেলঅনামি কবিতাআর তুমি---আমার খেলাটাকেই শুধু দেখলে হাজার চুরাশির মহাশ্বেতা ।
ঋণ===============কত কত ঋণ,বেড়েই চলেছে দিন দিন ...তবু মৃত্যুর কাছে এসে ছিনিয়ে নিয়েছে প্রেম।রক্ত জলে দুর্ভাগ্য স্নানবুঝলো না অযোগ্য সন্তানকার মুখে কালিমা দিলাম।দলিত নরম দেহপেল না একটুও স্নেহ।শুধুই লেখা হল অবৈধ কবিতা।প্রখর গ্রীষ্মের তাপ বর্ণনা দিতে চায়ইতিহাস তোলা আছে এই ধরায় ধরায়।খর-কুটো এক করে বসে থাকাউদাসীন বসুধারা --- তোমরাই বলো ?রক্ত জলে ঘেরাআমাদের এই জীর্ণ-জরাপৃথিবীতে আরও কত শতশতযোনির পিপাসায় মাতৃরূপ পুড়বে বলো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন