দশ জাগলে দেশ জাগে================দশ জাগলে দেশ জাগে!নড়েচড়ে ওঠে প্রতিবাদ,ঝড় ওঠে,উড়ে আসে প্রতিরোধের ঢাল,আন্দোলনের পথ ধরেএক এক করে ভাঙ্গে আর গড়েইতিহাসের পাতাগুলো ভরে !আজও আছে সব,লকারে রেখেছে!কেউ কেউ কেউ সুদ খাচ্ছে!আধারেতে জীবনতবু সচেতন!কেউ কেউ কেঁদে খুঁজে খুঁজে ফেরেউন্মাদ বেশে রাজপথে ঘোরে!কোথায় প্রতিবাদ ?কোথায় প্রতিরোধ?কোথায় নেতৃত্ব?কোথায় আন্দোলন?নদী বয়ে যায় চোখের কোনায়আঁধারিতে যায় হারিয়ে,নিস্তব্ধ দুপুর গায় ক্রন্দন সুরসবাই আছে একমনে এক ধ্যানে,দশ জেগে আছেগভীর অচেতনে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন