খরা==============প্রাণ যায়,মাটি ফেটে চৌচিরপ্রাণ যায়... যতদূরচোখটি এখনও স্থির!বৃক্ষ হয়ে শেকড়ে মেপে দেখ জলের হাতকত, কত গভীর...খেতমজুরখড়ম পায়ে উলটে আছে যোগিনী।
ঢেউ==============জোয়ার-লাগাঢেউগুলো যে নিয়মের বেড়ি, অন্তত একবারসমুদ্রস্নানের পর টের পেয়ে যায় সবাই ।
চাঁদ==============চাঁদ হল প্রথম কবিতা ধরার আমূল ফাঁদ!
ব্রজবুলি==============কেঁদো না' মানেইদলছুট স্রোতের বিপরীতে ধেয়ে আসা অবারিত বন্যালিপিদূরগামী শ্রাবণ প্রাণ পেয়ে যায় খরশান বৈশাখেকারো কারো ক্ষেত্রে তুমুল,শব্দ নেই,অগোচরে নিঃশেষ অশ্রু আঁখিপ্রতি নিঃশ্বাসে দ্বিধাবিভক্তপ্রতি বিশ্বাসে প্রণয় ভীরুতার গল্প।
ছবি==============শীত চলে গেলেও উলকাঁটা ছেড়ে যায় না বৃদ্ধাকে। কুরুশবোনা চাদরের ঝুলেআসতে আসতে দিন শেষ।অতঃপরবৃদ্ধাশ্রমের দোতলার বারান্দায় ছবি হয়ে ...!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন