।। ১ ।।====================কুঁজো থেকে গড়িয়ে খাচ্ছি উদ্বৃত্ত সময়একটা তরল বিস্বাদ গলা দিয়ে নীচে আসছেএভাবে খালি সময় খাওয়া যায় নাকি!আমি খানিকটা শোক স্মৃতি ঢেলে নিই,গুলতে থাকি।ঘুরছে ওরা গোল...গোল....গোল...এক সময় মিশে যায়এবার চুমুক দিইআহ্! অকৃত্রিম জীবনের আস্বাদঠোঁটের কোণে লেগে রয়েছে।
।। ২ ।।====================মাথার ভেতর জমে যাচ্ছে অদরকারী সঞ্চয়।সরাতে গেলেই শূন্যতা ভরিয়ে দিচ্ছে ফাঁকা জায়গামনে আসছে না, কবে যেন ভালোবাসালিখতে চেয়েছিলাম ব্যক্তিগত বৃত্তে।পারিনিআসলে বরাবরই আমি শূন্যকে বৃত্ত ভেবে নিই।
।। ৩ ।।====================যতদূরে এলে কোনোকিছু পিছু নিতে পারে নাততটা নিশ্চিত করেছি দূরত্বভেবে নিই।তাই এখানে নির্দ্বিধায় লিখে রাখছিপ্রতি জন্মের ব্যর্থ আখ্যানব্যর্থ নয়তো কী...ঐতো!বিপরীতে দৃপ্ত দাঁড়িয়ে আছে সফলতা।
।। ৪ ।।====================সত্যি বলতে কীজীবনপাত্র থেকে উপচে পড়ছে অনর্থক অভিমানঅথচ, বিলিয়ে দেব এমন কেউ নেই।এদিকে মৃত্যু করছে ক্রমাগত তোষামোদ;ভালবাসছে প্রচন্ডএই অবস্থায় কতক্ষণ নির্মোহ থাকা যায়...
।। ৫ ।।====================চলতে চলতে যতবার ক্লান্তি নেমেছেঢুকে পড়েছি মন-অন্তরেচোখ বুজে দেখেছি,এক টুকরো শান্ত সাদা আগুনের শিখা জ্বলছে, স্থির।ছড়িয়ে পড়ছে আলোজাগিয়ে তুলছে সামান্য প্রাণওর নাম চেতনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন