অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় দেবযানী

 

 



।। ১ ।।
====================

কুঁজো থেকে গড়িয়ে খাচ্ছি উদ্বৃত্ত সময়

একটা তরল বিস্বাদ গলা দিয়ে নীচে আসছে

এভাবে খালি সময় খাওয়া যায় নাকি!

আমি খানিকটা শোক স্মৃতি ঢেলে নিই,

গুলতে থাকি।

ঘুরছে ওরা গোল...গোল....গোল...

এক সময় মিশে যায়

এবার চুমুক দিই

আহ্! অকৃত্রিম জীবনের আস্বাদ

ঠোঁটের কোণে লেগে রয়েছে।

 


।। ২ ।।
====================

মাথার ভেতর জমে যাচ্ছে অদরকারী সঞ্চয়।

সরাতে গেলেই শূন্যতা ভরিয়ে দিচ্ছে ফাঁকা জায়গা

মনে আসছে না, কবে যেন ভালোবাসা

লিখতে চেয়েছিলাম ব্যক্তিগত বৃত্তে।

পারিনি

আসলে বরাবরই আমি শূন্যকে বৃত্ত ভেবে নিই।

 


।। ৩ ।।
====================

যতদূরে এলে কোনোকিছু পিছু নিতে পারে না

ততটা নিশ্চিত করেছি দূরত্ব

ভেবে নিই।

তাই এখানে নির্দ্বিধায় লিখে রাখছি

প্রতি জন্মের ব্যর্থ আখ্যান



ব্যর্থ নয়তো কী...

ঐতো!বিপরীতে দৃপ্ত দাঁড়িয়ে আছে সফলতা।

 


।। ৪ ।।
====================

সত্যি বলতে কী

জীবনপাত্র থেকে উপচে পড়ছে অনর্থক অভিমান

অথচ, বিলিয়ে দেব এমন কেউ নেই।

এদিকে মৃত্যু করছে ক্রমাগত তোষামোদ;

ভালবাসছে প্রচন্ড

এই অবস্থায় কতক্ষণ নির্মোহ থাকা যায়...

 

।। ৫ ।।
====================

চলতে চলতে যতবার ক্লান্তি নেমেছে

ঢুকে পড়েছি মন-অন্তরে

চোখ বুজে দেখেছি,

এক টুকরো শান্ত সাদা আগুনের শিখা জ্বলছে, স্থির।

ছড়িয়ে পড়ছে আলো

জাগিয়ে তুলছে সামান্য প্রাণ

ওর নাম চেতনা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন