বোশেখের পঙক্তিমালা==================
।।ক।।বুকের ভেতর পালকি ঝুলন স্বপ্নেরা দেয় দোলাময়নামতি তুই রেখে দিস মন দরজা খোলাঐ যে দূরে,অনেক দূরে, শঙ্খধ্বনি বাজেহৈমবতী তুই সেজে থাক মহারানির সাজেপ্রলয় বিষাদ সঙ্গে নিয়ে শ্যাম শোনাবে গীতিরাধিকা তুই আগলে রাখিস সকল পরিস্থিতিটাপুরটুপুর বৃষ্টি ঝরুক বোশেখ কাঁপুক রোষেদুখিনী মা'র ঘরটি না হয় ভাঙুক বিনা দোষে!
।।খ।।ফুলমালিকা গেঁথে নিয়ে মন্দিরে যায় ফুলিঘুমের ঘোরে ঢোলক বাজায় ময়রা নয়ন ঢুলীবৈরী বাতাস কাঁপন জাগায় সরস্বতীর মনেবৈশাখী মেঘ রাগে ক্ষোভে অবাক প্রহর গোনে।
।।গ।।আগুন আগুন দিনপ্রহর জুড়ে আকুল সানাই বাজে বিরামহীননৃত্য করে পৌষী আবীর চোখে রোদের চিককোন সে ভুলে গৌরী মাসী হারালো হায় দিক!আতুর দহন যারসে কী পারে করতে কোন স্বপ্ন পারাপার!উদাস উদাস মন বাড়িতে আসে জোনাক রাতবৈশাখী তুই দস্যি হয়ে বাড়াস কেন হাত?ভাল্লাগেনা আরতোর কারণে মেঘ বালিকার ভীষণ অহংকারমানে না সে শাসন বারণ পায় না মোটেও ভয়তার সাথে তাই সখ্য সুখের হয় না বিনিময়।দিন বয়ে যায় যাককল্যাণে ও প্রশান্তিতে হৃদয় ভরে থাকশেকড় ছোঁয়া সবকিছু হোক সমতা ভরপুরঅন্তরেতে উঠুক বেজে সত্য ন্যায়ের সুর।।।ঘ।।মেঘ রাজারা মনকে ছুঁয়ে কোথায় চলে যায়?তাকে ভেবে হৃদ্ - দেউলে বিজুলি চমকায়সোনা বউয়ের চোখে ঝরে বিষন্নতার জলবৈশাখী ঝড় দেয় ভেঙে তার দৃপ্ত মনোবলমাচান জুড়ে মঙ্গা হাসে অভাব পোড়ায় সুখকালো আঁধার দেয় ঢেকে তার চাঁদের মতন মুখতাতে তো আর যায়না থেমে জীবন বেলার রথভাঙা-গড়ার খেলাই দেখায় সামনে নতুন পথ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন