সময়ের লাশ
==============
#
ফিকে অন্ধকার গাঢ় হচ্ছে ক্রমশ । চোখ হারিয়ে ফেলছে দৃষ্টি । লক্ষ্মণরেখার সীমায় দাঁড়িয়ে নতজানু সীতারা ভোর খুঁজছে হাত বাড়িয়ে । আতঙ্ক - উৎকন্ঠায় শরীর - মন পুড়ছে রোজ । রাবণভয়ে সীতারা নিদ্রাহীন , সুশীল রামেরা ঘুমিয়ে ঘুমিয়ে পাশ ফেরে অবলীলায় ।
##
নদী আপন করে নিয়েছে মেয়েকে । মেয়ে তাই সপ্তসিন্ধুপার । পাহাড়ে পাহাড়ে মেয়েদের আলতো পায়ের স্বচ্ছন্দ গুনগুনানি । পাহাড় ভালবেসে বুকে টানে । শুধু মাটিই পারলো না মেয়েকে ভালবাসতে । এখানে যে আধিক্য সুযোগসন্ধানী নরপশুদের ।
###
চিত হয়ে শুয়ে আছে মৃতা নারী । কর্ষণ করে যাও তোমাদের কয়েক ইঞ্চি লাঙলের ফলায় । তোমাদের তো মা - বোন নেই , নেই হিতাহিত জ্ঞান । ভুললে সুখি হই যে আমরা তোমাদেরই ঘরণী । থু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন