অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

কবিতায় দীপঙ্কর

  


খোলা হাওয়া
==============

আলোক লতায় উথলে ওঠা প্রেম ‌‌। রোদের

বিকাশ একটু হেলে , উত্তরমুখী হাওয়া কিছুটা

নিরুত্তাপ । অনুচ্চারিত সব কথা নদীর কলতানে ,

পাখিরালয়ে মৃদু সহবাস ‌‌। আলস্যের মেঘ জমেও বাঁধে না জমাট ,

নাক্ষত্রিক দেশে এখন সাহসী উদ্ভাস ।

বনবীথি জুড়ে ছায়াময় পরাগের রেণু ;

দেহাতি উঠানে খেলে ছলাকলা হীন সমূহ উল্লাস ‌‌।

 

দূরত্ব বোধ
==============

অভিযোগ তুলে রাখি যেখানে পৌঁছায না

হাত , আমি সেই স্বপ্নের কাঙাল বায়ুভুক ।

প্রস্তরীভূত জীব আমি নপুংসক , এতটুকু

দীনতা নেই ভুলে থাকি নির্লজ্জ অপমান ।

বোধ ও বোধিতে খাটো মায়া ও মমতায় রাখি

না আড়াল , কোথাও দেখি না সংক্ষোভ ।

আমার ওঠা পড়ায় ঈর্ষা করুক কেউ চাই

না সে অপবাদ ‌‌। বরং দূরত্ব বজায় থাকুক ।

 

কানাকানি
==============

ধোঁয়ার উদ্গীরণ শুনি বাতাসের কোলাহলে

পাতার সিম্ফনি । বেদের গলায় সাপের হাঁচি ,

উটকো কথায় ছড়ায় গুজব সমুদ্রে ফের হুকুম

জারি - ভাসবে না নাও যতই জ্বলুক জঠরে

অনল বেহিসাবি । হাত পেতে কেউ নেবে না

দান , শাসক যে আজ অত্যাচারী । খেটে খেতেও

দায়টা ভীষণ ভীষণ রকম ঝকমারি । ধোঁয়ায়

শুনি যে উদ্গীরণ বাতাসে বাজে ঢের ন্যাকামি ।

 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন