অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

মেঘ দিন

 


কবিতায় সন্দীপ গাঙ্গুলী
================

স্বপ্নের সমুদ্রে নীলজলের হাতছানি

কি ভয়ঙ্কর - ঢেউহীন ,শব্দহীন।

রিক্ত ইজেলে একলা প্রতিচ্ছবি

নিরন্তর ভেঙে চুরে যাচ্ছে

হয়তো নিজের ভিতর,

ভারী হয় প্রশ্বাসের বাতাস

রোদের সঙ্গে খুনসুটির মেঘ দিনে।



বরং নিদ্রাহীন বিস্মৃতি ভাল,

রৌদ্রের শীৎকারে হারানো শিথিল রাত

দূরের বাস্তব জলাশয়ের অতল জলে

ডুবসাঁতারে তলিয়ে যাওয়া স্মৃতি,

মনের চারণভূমির নিজস্ব ক্ষয়।

গাংচিলের ডানায় মিলিয়ে যায়

শেষ বিকেলের আমন্ত্রণ,

শেষ ট্রেনের বাঁশিওয়ালার সুরে

দিগন্তে মুক্তির স্বপ্ন।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন