অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

ভিন্ন বসন্ত


কবিতায় তপনকান্তি মুখার্জি
=====================



মাথার ওপর ছাদ নেইকো

হিম পড়ছে অঝোর ঝরে ,

জওয়ান ভাইয়ের জলকামান

হানছে আঘাত কৃষক - ' পরে ।

দিন ছুটছে , মাস ছুটছে

মানছে না আর মন তো ,

ফুল ফুটতে কতো দেরি

লজ্জারাঙা বসন্ত ?

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন