কবিতায় তপনকান্তি মুখার্জি ===================== মাথার ওপর ছাদ নেইকো হিম পড়ছে অঝোর ঝরে , জওয়ান ভাইয়ের জলকামান হানছে আঘাত কৃষক - ' পরে । দিন ছুটছে , মাস ছুটছে মানছে না আর মন তো , ফুল ফুটতে কতো দেরি লজ্জারাঙা বসন্ত ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন