অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

ডাক

 


কবিতায় প্রদীপ সেনগুপ্ত
=================


কবি, এখন কলম তোমার থামাও,
লড়াই কেমন চলছে চতুর্দিকে --
কাব্যে ত' তাই দিচ্ছে না মন সাড়াও,
রঙীন স্বপ্ন উঠছে হয়ে ফিকে।

শিল্পী, তোমার থাকনা তুলির টান,
বিবর্ণ সব বুভুক্ষদের মুখ --
পটের ছবি ছোঁয়না কারো প্রাণ
বাঁচার তাগিদ নিচ্ছে কেড়ে সুখ।

প্রেমিক, তোমার মিষ্টি কথা থাক,
চলছ মানুষ বিপদ নিয়ে বুকে --
স্বপ্ন ত' সব এখন পুড়ে খাঁক,
ভালোবাসা কবেই গেছে চুকে।
তোল এখন কঠিন দুটি মুঠি,
গভীর থেকে গভীরে দাও ডাক --
আবেগ নিয়ে কোর না খুনসুটি,
আগুন নাচুক -- দিয়ে হাজার পাক।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন