কবিতায় দীপঙ্কর সরকার
==================
বহুদূর প্রসারিত ডানা তবু নটরিচেবল
মহাজাগতিক ছায়াপথ থেকে কোনো উত্তর
আসে না । সেই জানে পৌঁছানো সহজ সাধ্য
নয় কারো , বুঝি বা অগম্যই । বৃথা চেষ্টা
ফুটোপাত্রে জল ভরা যেন ।
তবু নাছোড়বান্দা কেউ কেউ আরবার
হানা দ্যায় , নিষেধ মানে না । বৃথা পণ্ডশ্রম
জেনেও বাড়ায় দুবাহু , যদিও সে উচ্চতায়
পৌঁছাতে পারে না ; সেই মার্গ কোন পথে
আজও তা অজানা ।
==================
বহুদূর প্রসারিত ডানা তবু নটরিচেবল
মহাজাগতিক ছায়াপথ থেকে কোনো উত্তর
আসে না । সেই জানে পৌঁছানো সহজ সাধ্য
নয় কারো , বুঝি বা অগম্যই । বৃথা চেষ্টা
ফুটোপাত্রে জল ভরা যেন ।
তবু নাছোড়বান্দা কেউ কেউ আরবার
হানা দ্যায় , নিষেধ মানে না । বৃথা পণ্ডশ্রম
জেনেও বাড়ায় দুবাহু , যদিও সে উচ্চতায়
পৌঁছাতে পারে না ; সেই মার্গ কোন পথে
আজও তা অজানা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন