অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

মানুষ

 

কবিতায় মহাজিস মণ্ডল
===============



হাঁটতে হাঁটতেই একদিন

শিখেছি পথচলা

ওই কাঁসাইয়ের চর

কিংবা সবুজ আলপথ

আমাকেই ডেকেছে বারংবার

সেই কবে আগুন জ্বেলেছে মানুষ

আর সেই আগুনে পুড়ছেও মানুষ

ক্রমবির্বতনের একদিকে বেঁচে থাকা

আর অন্যদিকে শুধুই নি‍ঃস্বতা

যার ভিতরে সেই শুয়ে থাকে মানুষ...






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন