কবিতায় মহাজিস মণ্ডল
===============
হাঁটতে হাঁটতেই একদিন
শিখেছি পথচলা
ওই কাঁসাইয়ের চর
কিংবা সবুজ আলপথ
আমাকেই ডেকেছে বারংবার
সেই কবে আগুন জ্বেলেছে মানুষ
আর সেই আগুনে পুড়ছেও মানুষ
ক্রমবির্বতনের একদিকে বেঁচে থাকা
আর অন্যদিকে শুধুই নিঃস্বতা
যার ভিতরে সেই শুয়ে থাকে মানুষ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন