কবিতায় তীর্থঙ্কর সুমিত
==================
==================
নতজানু হয়ে আছে মাথা
খেলার ছলে আরো খেলাবাটি
সাজিয়ে বসেছি দোকান
নিয়ম করে আরো কিছু নিয়ম
জড়ো করেছি ক্রমশ
হিসেব ভুল হলেই
প্রকৃত মানুষ গড়ে ওঠে
বিছিয়ে রয়েছে ফুলের বিছানা
শুধু আলোর অভাব ---
##
সেদিন ট্রেনটা একটু দেরি করেই
প্লাটফর্ম থেকে ছারলো
মনে হলো সব অন্ধকার কোথায় যেনো
হারিয়ে যাচ্ছে ভোরের সাথে সাথে
সবুজেরা একে অন্যের দিকে তাকিয়ে
ক্লান্ত পথিক ঘরে ফেরেনি বহুদিন হলো
দুঃখিনী মায়ের কান্না শেষের দিকে
এই বোধহয় ছেলেটা আসবে
ট্রেনের শব্দে মা ভাত বেড়ে রাখে
উনুনে এখনও কয়লা পড়েনি
অথচ
ধোঁয়ায় রাস্তা ভরেছে
আর একটু বাকি ___
সূর্য উঠবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন