অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

অ কবিতায়


 

 

কবিতায় বন্যা ব্যানার্জী
================




ভালো না লাগার তালিকায় এখন অনেক কিছুই।অবসাদ ঘিরে আছে চারিদিক। রাতের শয্যা থেকে দিনের ভাত ঘুম,সবই রুগ্ন,অস্থির।চশমার কাঁচ জুড়ে অস্পষ্ট স্মৃতিরা লুকোচুরি খেলে।এই সময় তুমি সরিয়ে নিচ্ছ পুরনো আসবাব,রঙিন ফিতে। মুছে নিচ্ছ ক্লান্তির ঘাম।তোমার ফুল কাঁটা আঁচলে সংযমী গেরস্থালি।সম্পৃক্ত অক্ষর গুলো কবিতা হলনা আজ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন