কবিতায় চিরঞ্জীব হালদার
================ =
উত্তরের জানালাটা খোলা ছিল ।
অতি ভোরে গৌরাঙ্গ স্যার দাঁড়িয়ে আছেন।
ভাবতে পারিনি বঙ্কিমচন্দ্র তেনার পিছনে।
এখানে আমার প্রতিদিনকার রন্ধনপ্রণালী ।
তালবাগান থেকে অতি শৈশবের শসাক্ষেত
মাথা দোলাতে দোলাতে জিজ্ঞেস করে আজ তোমার সুজলাং সুফলাংবিষয়ক আলোচনায় কারা কারা অংশগ্রহণ করবে।
অক্ষর সম্রাট বলতে থাকেন আমাকে জিজ্ঞেস না করে আমার অদৃশ্য সেক্রেটারী সুজলাং এর পাণ্ডুলিপিটা ছাপতে দিয়েছিল ।
দাঁড়াও আগে একটু পরিশুদ্ধ করে নেই।
তার আগে তোর পপকর্নের সাম্রাজ্যবাদী পিপারেশনটা একটু চেখে দেখে নিতে হবে।
আমি বাতায়নটা আরেকটু খুলতেই চন্দ্র সূর্য গ্রহ তারা হু হু করে আমার বেদতপ্ত কড়াইয়ের উপর আছড়ে পড়ছে।
================ =
উত্তরের জানালাটা খোলা ছিল ।
অতি ভোরে গৌরাঙ্গ স্যার দাঁড়িয়ে আছেন।
ভাবতে পারিনি বঙ্কিমচন্দ্র তেনার পিছনে।
এখানে আমার প্রতিদিনকার রন্ধনপ্রণালী ।
তালবাগান থেকে অতি শৈশবের শসাক্ষেত
মাথা দোলাতে দোলাতে জিজ্ঞেস করে আজ তোমার সুজলাং সুফলাংবিষয়ক আলোচনায় কারা কারা অংশগ্রহণ করবে।
অক্ষর সম্রাট বলতে থাকেন আমাকে জিজ্ঞেস না করে আমার অদৃশ্য সেক্রেটারী সুজলাং এর পাণ্ডুলিপিটা ছাপতে দিয়েছিল ।
দাঁড়াও আগে একটু পরিশুদ্ধ করে নেই।
তার আগে তোর পপকর্নের সাম্রাজ্যবাদী পিপারেশনটা একটু চেখে দেখে নিতে হবে।
আমি বাতায়নটা আরেকটু খুলতেই চন্দ্র সূর্য গ্রহ তারা হু হু করে আমার বেদতপ্ত কড়াইয়ের উপর আছড়ে পড়ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন