অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

চাকায় রঙিন ফুল

 

 

কবিতায় লিপি সেনগুপ্ত
================


পশ্চিমের জলে সূর্য নারীর মত ডুব দিলেই

আর একটা নতুন দিন, নতুন করে বাঁচা

শহরের রাস্তায় সাইকেল মিছিল

শক্ত মাটিতে কাচের মার্বেল

গড়গড় করে সরে যায়

দিন আনা দিন খাওয়ার গান

শিশুর মুখ, ছাপা শাড়ি আর মায়ের লক্ষ্মীর ঝাঁপিতে সুখের তন্ডুল তোলা থাকে

মাচার পুঁই লতায় স্বপ্নের লকলকে ডাল

একটা দালান, এ বি সি ডি একটু সোহাগ



ভোরের আজানে চাকা ঘোরে

চাকায় রঙিন ফুল

মুঠি স্বপ্নের ক্রিং ক্রিং

শহরের রাস্তায় কর্পোরেশনের জলের ভুরভুর ,

ধুয়ে যায় রাজপথ

উড়ন্ত প্রজাপতির গায়ে

সকালের মিঠে কুচিরোদ

বাঁচার লড়াইয়ের ডাক প্রতিদিন

প্যাডেল ঘোরে....বন্ বন্ বন্ বন্



জেগে উঠছে মহানগর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন