অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

গোডোর জন্য


কবিতায় উত্তম চৌধুরী
=================



বৃত্ত থেকে সরে যাচ্ছি।

একটি সরলরেখা ছুটে আসছে চেতনাপ্রবাহে।

কৌণিক দূরত্বে বক্ররেখায় বসে আছে সময়।

ত্রিকোণ জমির জন্য জেগে ওঠে লড়াই, অগ্নুৎপাত।

সামতলিক ক্ষেত্র জুড়ে অজস্র নিরীহ চোখ।

শীর্ষবিন্দু ছুঁতে মাঠে মিউজিক্যাল চেয়ার।

উড়ে যাচ্ছে রেখাংশের মতো খণ্ড খণ্ড ভাবনাসমূহ।

বহিস্থ এক বিন্দু থেকে লম্ব অঙ্কন হচ্ছে না।

জীবন কী অর্ধগোলক, শঙ্কু না পিরামিড।

প্রান্তরেখায় বসে আছি গোডো আসবে বলে।

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন