কবিতায় হরেকৃষ্ণ দে
===============
হে একত্রিশের যুবক,
পেটের ভাত মেটাতে অটো ছেড়ে গিয়েছিলে,
মিছিলে৷
মিছিলে তুমি নায্য দাবী জানতে গিয়ে,
তোমার জীবন কেড়ে নিয়ে,
তোমার দাবীচত্ত্বরে যাদের আঘাতে
তুমি হলে বলিদান,
নিথর হল প্রাণ৷
তুমি নাকি অশিক্ষিত,
অটোচালক বলে রটালো,
তাদের কাছে তুমি যুবক ধারালো৷
তোমাকে দিতে হল জীবনের খেসারত,
তুমি নির্ভীক বেকার স্নাতক,
তোমার দাম বুঝলো না শাসক৷
তুমি দাবীর মঞ্চে একাই একশো পুরোহিত,
তোমার রক্তে মিছিল উঠল রেঙে,
তুমি তলিয়ে যাও নি মিছিলের রেলিঙে৷
হে একত্রিশের যুবক,
তোমার আত্মত্যাগ জাগাবে
বেকার যুবকদের প্রেরণা৷
তোমার রক্ত হবে নাকো বিফল,
তোমার নামে মিছিল থাকবে অবিচল৷
হে একত্রিশের যুবক,
তোমার দৃঢ়তায় আজ জমাট বেঁধেছে মিছিল,
তোমার রক্ত ছড়িয়েছে দিকে দিকে প্রতিবাদ,
কোনও হারামেরা পারবে না দিতে আর কোন অপবাদ৷
===============
হে একত্রিশের যুবক,
পেটের ভাত মেটাতে অটো ছেড়ে গিয়েছিলে,
মিছিলে৷
মিছিলে তুমি নায্য দাবী জানতে গিয়ে,
তোমার জীবন কেড়ে নিয়ে,
তোমার দাবীচত্ত্বরে যাদের আঘাতে
তুমি হলে বলিদান,
নিথর হল প্রাণ৷
তুমি নাকি অশিক্ষিত,
অটোচালক বলে রটালো,
তাদের কাছে তুমি যুবক ধারালো৷
তোমাকে দিতে হল জীবনের খেসারত,
তুমি নির্ভীক বেকার স্নাতক,
তোমার দাম বুঝলো না শাসক৷
তুমি দাবীর মঞ্চে একাই একশো পুরোহিত,
তোমার রক্তে মিছিল উঠল রেঙে,
তুমি তলিয়ে যাও নি মিছিলের রেলিঙে৷
হে একত্রিশের যুবক,
তোমার আত্মত্যাগ জাগাবে
বেকার যুবকদের প্রেরণা৷
তোমার রক্ত হবে নাকো বিফল,
তোমার নামে মিছিল থাকবে অবিচল৷
হে একত্রিশের যুবক,
তোমার দৃঢ়তায় আজ জমাট বেঁধেছে মিছিল,
তোমার রক্ত ছড়িয়েছে দিকে দিকে প্রতিবাদ,
কোনও হারামেরা পারবে না দিতে আর কোন অপবাদ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন